খাদিমুল(আদিতমারী উপজেলা প্রতিনিধি)
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব যে দিন
দিন বিশাল ভয়াবহ হয়ে উঠেছে। তাই
বাংলাদেশ সরকার আগামী দিন গুলো
রেড সিগ্ন্যাল ঘোষণা জারি করে দিয়েছে।
বাংলাদেশে আজ করোনাতে আক্রান্ত
আরোও একজন মৃত্যুবরন করার পর
সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলো।
বুড়িমারী স্থল বন্দর দিয়ে সকল পন্যবাহী
পরিবহন প্রবেশ নিষেধাজ্ঞা জারি হলো
আজ শনিবার হতে। আপাতত ৩১ মার্চ
পযর্ন্ত নিষেধাজ্ঞা বলবাদ থাকবে।
পরিস্থিতি আরও ঘোলাটে হলে
নতুনভাবে সিদ্ধান্ত হবে বলে
আগামীর সংবাদ কে অবহিত করেন
লালমনিরহাট জেলা প্রশাসক।