আজ ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং

হাতীবান্ধায় দ্রব্য মূল্যর দাম বেশি চাওয়ায় জরিমানা

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি

 

করোনা ভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ানোর অভিযোগ।লালমনিরহাটে জেলার হাতীবান্ধা উপজেলার ৬ জন খুচরা ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

জানা যায়,(২১ মার্চ)শনিবার উপজেলার বিভিন্ন হাট বাজারে বেশি দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি করার অভিযোগে ৬ খুচরা ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা ও হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক সঙ্গে ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা সত্যতা নিশ্চিত করে বলেন, এ অবস্থায় কোন ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে বিক্রয় করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ