পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি
করোনা ভাইরাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ানোর অভিযোগ।লালমনিরহাটে জেলার হাতীবান্ধা উপজেলার ৬ জন খুচরা ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়,(২১ মার্চ)শনিবার উপজেলার বিভিন্ন হাট বাজারে বেশি দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিক্রি করার অভিযোগে ৬ খুচরা ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা ও হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক সঙ্গে ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা সত্যতা নিশ্চিত করে বলেন, এ অবস্থায় কোন ব্যবসায়ী দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে বিক্রয় করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।