আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

পত্নীতলায় ট্রাক্টর ও অটো চার্জার মুখোমুখি  সংঘর্ষে নিহত -১ আহত -২

রাব্বী হোসাইন ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় ইট বোঝায় ট্রাক্টর ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে  নিহত ১ আহত ২ । ফায়ার সার্ভিস  ও থানা সুত্রে জানা গেছে সোমবার বেলা ১২টায় পত্নীতলা সাপাহার আঞ্চলিক মহাসড়কের সন্তোষপাড়া মোড় এলাকায়  পত্নীতলা সাপাহার গামী অটোচার্জার ও সাপাহার নজিপুর গ্যামি ইটবোঝায় একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে ট্রাক্টরের হেলপার রিপন ওরফে শুটকু (২৪) ঘটনাস্থলে মারা যায়। নিহত শুটকুর বাড়ি পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের বাঁকরইলে গ্রামের লালচাদের ছেলে । এছাড়া অটোরিক্সার যাত্রী ২জন আহত হয়েছে। আহতদের পত্নীতলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অটোচার্জার চালক আজগর আলী (৪০) এর অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে রেফার্ড করা  হয়েছে এবং জেসমিন (১৮) কে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এবিষয়ে পত্নীতলা থানার ওসি ( তদন্ত)  হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন একজন স্পটেই  মারা গেছে , আহতরা হাসপাতালে চিকিৎসারত   আছেন। থানায় কোন  মামলা হয় নি  ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ