আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ ইং

লক্ষ্মীপুরে নির্দেশ অমান্য করেই চলছে কোচিং ব্যবসা

মোঃ হৃদয় হোসেন রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

করোনা প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা মানছে না লক্ষ্মীপুরের কোচিং সেন্টারগুলো।

এদিকে করোনাভাইরাসের কারণে কোচিং সেন্টার বন্ধের সরকারি নির্দেশনা জারি থাকলেও সকাল গড়ালেই বই ভর্তি ব্যাগ নিয়ে কোচিংগুলোতে বেড়ে যায় শিক্ষার্থীদের আনাগোনা। দায়ভার এড়াতে কোচিং ব্যবসায়ীরা অবলম্বন করছে ভিন্ন পন্থা। অনেকেই কোচিং চালাচ্ছেন স্কুলের ক্লাসের নামে।

করোনা মোকাবেলায় জনসমাগম পরিহার করতে বলা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞার মাঝেও বিপুল পরিমান শিক্ষার্থীদের আনাগোনা কোচিং সেন্টারগুলোতে। এ বিষয়ে সচেতন নয় শিক্ষার্থী ও কোচিং সেন্টারের শিক্ষকরা।

যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখে সংবাদ প্রচার না করতে অনুরোধ করেন এক শিক্ষক। তবে সচেতন মহল বলছেন, সরকারি নির্দেশনা মেনে করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। এ সময় সন্তানদের কোচিংয়ে পাঠানো বন্ধ করার উপর জোর দেন তারা।

গত ১৬মার্চ থেকে ৩১মার্চ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। অবহিতকরন কর্মসূচির মাধ্যমে সবাইকে সচেতন করার কথা বলছেন প্রশাসনের কর্মকর্তারা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ