আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:
আব্দুল আজিজ, ফাজি কর্পোরেশনের অধীন বিকাশ ডিস্ট্রিবিউশনের সেলস অফিসার গত ১০ জুলাই কর্মস্থল হতে তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে নগদ ২,৬০,০০০ টাকা নিয়ে ডিস্ট্রিবিউশন করার উদ্দেশ্যে গুদ্দারপাড় হয়ে বালিগাও যাওয়ার পথে ফেনী থানাধীন রামপুর কন্ট্রাক্টর বাড়ীর সংলগ্ন পাকা রাস্তার উপর একটি সিএনজি অটোরিক্সা নিয়ে কতিপয় মুখোশদারী খুষ্কৃতিকারী মোটর সাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে বর্ণিত টাকা ছিনতাই করে নিয়ে যায়।
পুলিশ সুপার ফেনী অভিযোগ অবক্ষত হয়ে ছিনতাইয়ের বিষয়টি তাৎক্ষনিকভাবে ছিনতাইয়ের সহিত জড়িতদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতার ও পুষ্ঠিত মালামাল উদ্ধারের জন্য জেলা গোয়েন্দা ডিবি কে নির্দেশ দেয়।
ফেনী জেলার পুলিশ সুপার মনিরুল ইসলাম, নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শাহাদাৎ হোসেন এবং দোয়াই ক্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, ফেনী এর অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক বিশেষ অভিযান পরিচালনা করিয়া গত ১০ জুলাই ফেনী সদর থানাধীন পৌরসভাস্থ ১৪নং ওয়ার্ড, পশ্চিম রামপুর কন্টাক্টর বাড়ীর সংলগ্ন পাকা রাস্তা হইতে বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজ এর নিকট হইতে ছিনতাইকৃত ২,৬০,০০০/-টাকার মধ্যে ১,৪১,০৬০/-টাকা উদ্ধার এবং ০৬জন ছিনতাইকারী ০১। মোঃ সাব্বির হোসেন (২৪), পিতা-মৃত আল মামুন, ২। আব্দুর রাজ্জাক (২২), পিতা-সোহরাব হোসেন, ৩। ফয়েজ উল্ল্যাহ রাজিম (১৯), পিতা-মৃত মোঃ বাবু,
৪। মোঃ ইসমাইল হোসেন মাসুম (২৪), পিতা-মৃত ইব্রাহীম খলিল,
৫। মোঃ রেদোয়ান হোসেন হৃদয় (২১), পিতা-নরুল আফসার,
৬। ওমর ফারুক আরমান (২১), পিতা-হাবিবুর রহমান,
আটক করা হয়।
ঘটনার বিবরণে জানা যায় যে, আটককৃত আসামী সাব্বির হোসেন গত ১০ জুলাই সকাল ৮ ঘটিকার সময় অপর আটককৃত আসামী রেদোয়ান, মাসুম, আরমান, জাকিরসহ বর্ণিত বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস্ অফিসার আব্দুল আজিজ এর বহনকৃত টাকাগুলো ছিনতাই করার পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক রেদোয়ান ঘটনার দিন সকাল ৯:১০ঘটিকার সময় ছিলোনিয়া সিএনজি স্ট্যান্ড হইতে তার পূর্ব পরিচিত সিএনজির ড্রাইভার ফয়েজ উল্ল্যাহ রাজিম এর সহিত ঘটনার বিষয়ে পরামর্শ করিয়া পরিকল্পনা মতে সিএনজি যোগে বেলা ৯:৪০ ঘটিকার সময় ফেনী সদর খানাধীন পুরাতন পুলিশ কোয়ার্টারে অপেক্ষারত মাসুম, আরমান, জাকিরের নিকট আসে। তখন তারা ০৪জন উক্ত নাম্বার বিহীন সিএনজি যোগে মামলার ঘটনাস্থল অত্র থানাধীন পশ্চিম রামপুর কন্ট্রাক্টর বাড়ীর সংলগ্ন পাকা রাস্তায় আসে এবং ভিকটিম বিকাশ ডিস্ট্রিবিউশন সেলস অফিসার আব্দুল আজিজ এর জন্য অপেক্ষা করতে থাকে। দুপুরে সময় মামলার বাদী ভিকটিম আব্দুল আজিজ তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে আসলে রেদোয়ান, মাসুম, আরমান, জাকির মুখে মুখোশ পড়ে দেশীয় অস্ত্রের ভয় দেখাইয়া ভিকটিমের মোটর সাইকেল এর গতিরোধ করে মাসুম ভিকটিমকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে ভিকটিমের সাথে থাকা টাকা ভর্তি ব্যাগটি নিয়ে বর্ণিত সিএনজি যোগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল লালপুল অংশের যে কোন স্থানে ব্যাগ হইতে টাকাগুলো নিয়ে ব্যাগ এবং ভিকটিমের মোবাইল ফোন রাস্তায় ফেলে দেয়। একই সাথে ঘটনার সময় আটককৃত’দের গায়ে থাকা শার্ট, গেঞ্জিও অজ্ঞাতস্থানে ফেলে দেয়। পরবর্তীতে বর্ণিত আটককৃতরা লুষ্ঠিত টাকা নিয়ে ফেনী শহরে দিক-সেদিক ঘুরাফেরা করে বেলা অনুমান ১২:২০ঘটিকার সময় পুলিশ কোয়ার্টারে অপেক্ষারত সাব্বির হোসেনের নিকট আসে। রেদোয়ান এবং আরমান তাদের পকেটে থাকা ২৫০০০০/-টাকা সাব্বিরকে বুঝাইয়া দেয়। সাব্বির উক্ত টাকা হইতে রেদোয়ানকে ৩০,০০০/-, আরমানকে-৩০,০০০/-, রাজ্জাককে ৭০,০০০/-, মাসুমকে-২০,০০০/-, সিএনজির ড্রাইভার ফয়েজ উল্ল্যাহ রাজিম’কে ১০,০০০/- এবং নিজে ৯০,০০০/-টাকা নিয়ে বাকীদেরকে নিরাপদ স্থানে চলে যেতে বলে। অভিযানে সাব্বিরের দখল/হেফাজত হইতে ছিনতাইকৃত টাকার মধ্যে ৯০,০০০/-টাকা, রাজ্জাকের নিকট হইতে ৩.২০০/-টাকা, মাসুম থেকে ৬৮৬০/-টাকা, রেদোয়ান থেকে ১৮০০০/-টাকা, আরমানের নিকট হইতে ২০,০০০/- এবং সিএনজি ড্রাইভারের নিকট হইতে ৩০০০/-টাকাসহ সর্বমোট ১,৪১,০৬০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। একই সাথে ঘটনার কাজে নাম্বার বিহীন সিএনজিটিও উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আটককৃত আসামীরা ঘটনার সহিত জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।