আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

রাণীশংকৈলে ৫ আ.লীগ নেতা বহিষ্কার

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে মেয়র পদে প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৯ জানুয়ারি) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিউল ইসলাম, সদস্য ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক, সদস্য ইসতেগার আলী ও সদস্য রুকুনুল ইসলাম ডলার। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান মেয়র আলমগীর সরকারকেও বহিষ্কার করা হয়।  জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, ১৪ ফেব্রুয়ারি হতে যাওয়া রাণীশংকৈল পৌর নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মোট আটজন সদস্য মনোনয়নপত্র দাখিল করেন। তবে দলীয়ভাবে মনোনয়ন পান মোস্তাফিজুর রহমান (মোস্তাক)। অন্য সাত প্রার্থী বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র বহাল রাখেন। অন্যদিকে একই অভিযোগে জেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল খালেক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নওরোজ কাউসার কাননকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।উল্লেখ্য, রাণীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদে লড়ছেন ১২ জন প্রার্থী। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩২ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী লড়াই করছেন।  এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৭০২ জন্য। তাদের মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৩৯০ ও নারী ভোটার ৭ হাজার ৩১২ জন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ