আজ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ ইং

সরাইলে করোনা প্রতিরোধে অরুয়াইল যুবদল ও ছাত্রদলের লিফলেট বিতরণ

হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি

 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার জনবহুল অরুয়াইল বাজার এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে অরুয়াইল ইউপি যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) বিকালে অরুয়াইল বাজার সংলগ্ন সিএনজি স্টেশন, বিভিন্ন নৌ-ঘাট এবং বাজারের সব দোকানে এসব লিফলেট বিতরণ করেন যুবদল ও ছাত্রদল নেতা -কর্মীরা।

অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক .ইয়াকুব মিয়া জানান, করোনা ভাইরাসের খবরে আতংকিত না হয়ে সচেতন হওয়ার লক্ষে দলের হাই কমান্ডের নির্দেশে অরুয়াইল ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের পক্ষ থেকে প্রচারপত্র বিলি ও প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া মানুষ যেন কাজের বাইরে এক জায়গায় জমায়েত না হয়, সে ব্যাপারে তাদের বোঝানো হচ্ছে।

লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন বাদে অরুয়াইল ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার রফিকুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, মাজহারুল হক, মো. নোয়াব মিয়া,সোহেল আহমেদ,মাহাবুর রহমান,হাজী আব্দুল আজীজ গাজী, ইব্রাহিম, নূরে আলম, রহিছ মিয়া,ওয়াসীম গাজী,শাকিল আহমেদ প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ