আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

গোদাগাড়ীতে ২৮০ জন গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান

ইসহাক গোদাগাড়ী প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ীতে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন ও গৃহহীন-২৮০টি পরিবারের মাঝে দুর্যোগ সহনীয় বাসগৃহ প্রদান করা হয়েছে।শনিবার (২৩ জানুয়ারি) সকালে সাড়ে দশটার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (গোদাগাড়ী-তানোর-১) আসনের এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলা -উপজেলায় একযোগে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমির কাগজ ও বাড়ীর চাবি বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক মোসাঃ শাহানা আক্তার, উপজেলা সহকারী (ভূমি) অফিসার মোসাঃ নাজমুন নাহার (শাওন), উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন (মিলি), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আবু বাঁশির, সার্কেল এএসপি মোঃ আব্দুর রাজ্জাক খান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মী, গনমাধ্যমকর্মী প্রমূখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ