আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

রাত পোহালেই  কাকানহাট পৌরসভার ভোটযুদ্ধ, লড়াই হবে ইভিএমে

মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী)উপজেলা প্রতিনিধিঃ
রাত পোহালেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলাধীন কাকনহাট পৌরসভার ভোটযুদ্ধ শুরু হবে। তবে এইবার ব্যালটে নয়, লড়াই হবে ইভিএমে। ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি শেষ। শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে শুরু হয়ে চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত। সেই মোতাবেক নির্ধারিত কেন্দ্র কেন্দ্র ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পৌঁছানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। সেইসাথে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ ভাবে ভোট  গ্রহণ নিশ্চিতে স্টাইকিং ফোর্স হিসেবে র্যাব পুলিশ ও আনসার সদস্যদের নিযুক্ত করা হয়েছে। কাঁকনহাট পৌর নির্বাচনে মেয়র পদ প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত (নৌকার প্রার্থী) একেএম আতাউর রহমান খান, বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ হাফিজুর রহমান (ধানের শীষ) ও জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী হিসেবে মোঃ রুবন হোসেন (লাঙ্গল ) প্রতীক নিয়ে লড়ছেন ।
পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ১৩ হাজার ৩৩৮ জন ভোটার রয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ