আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

বদরখালী সিএনজি স্টেশনে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করল প্রশাসন

আবু বক্কর ছিদ্দিক , কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সড়কের সিএনজি স্টেশনে চৌরাস্তায় সড়কের উভয় পাশে সরকারী জায়গা দখলকরে অবৈধ ভাবে নির্মিত প্রায় দুই শতাধিক দোকান-পাট উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ কক্সবাজার । ১৩ জানুয়ারী (বুধবার) দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দফায় দফায় অভিযান চালিয়ে প্রায় দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে । এসময় অবৈধ দোকান উচ্ছেদ করতে গিয়ে ব্যবসায়ীর সাথে প্রশাসনের কর্মকর্তাদের সাথে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে । এতে সড়ক ও জনপথ বিভাগের কয়েকজন আহত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যায় । চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী শাখাওয়াত হোসেন । তিনি জানান, দোকানে মালামাল সরানোর জন্য ব্যবসায়ীকে সময় দেওয়া হয়েছিল এবং দিন আগে স্ব স্ব উদ্যোগে দোকানের মালামাল সরিয়ে নিতে মাইকিংও করা হয়েছিল । তাই আমাদের প্রশাসনের ঘোষণা মতে অভিযানটি পরিচালনা করা হয়েছ । কিছু ব্যক্তি অভিযান পরিচালনা করতে গিয়ে বাঁধা দিয়ে হামলা করেছে । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে ও জানান তিনি । সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলার কে বি জালাল উদ্দিন সড়কটি চালু হওয়ার পর থেকে বদরখালী সিএনজি স্টেশনে চৌরাস্তার উভয় পাশে অবৈধ দখলের প্রতিযোগিতা শুরু হয় । এক শ্রেণির মানুষ সড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে পাকা-আধা পাকা স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছেন । এ কারনে সড়কে যানজট ও সড়ক প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে । তাই নির্বিঘ্নে যান চলাচল ও দুর্ঘটনারোধ করতে গত ১২জানুয়ারী মঙ্গলবার সড়ক ও জনপদ (সওজ) থেকে অবৈধ দোকান উচ্ছেদ করতে মাইকিং করে দোকানের মালামাল সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগ । তার ধারাবাহিকতায় কে বি জালাল উদ্দিন সড়কের বদরখালী-মহেশখালী সিএনজি স্টেশন এলাকায় এ সফল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় । চকরিয়া থানার ওসি সাকের মোহাম্মদ জোবাইর বলেন, অবৈধ দোকান উচ্ছেদ অভিযানে বাঁধা দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযান পরিচালনায় সহয়তা করা হয় । সওজের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা জানান , এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ আমাদের নিয়মিত অভিযান । এ অভিযানে যে বা যারা বাঁধা দিবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ