আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সাভারে র‍্যাবের অভিযান বেকারীতে, আড়াই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

সাভারের হেমায়েতপুরে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরনের দায়ে অভিযান পরিচালনা করে একটি বেকারিকে অর্থদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। রবিবার (১১ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের বলিয়ারপুরের হাংগাইলকুন্ডা এলাকার আদি মোহাম্মদীয়া বেকারি অ্যান্ড সুইটসকে এ জরিমানা করেন সিপিসি-২, র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪, মিরপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আদি মোহাম্মদীয়া বেকারি অ্যান্ড সুইটসের মালিক নুরে আলম (৩৫) এর কাছ থেকে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরনের দায়ে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এসময় অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন সাভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোজাম্মেল হক। সিপিসি-২, র‌্যাব-৪ এর উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার এএইচএম আদনান তফাদার বলেন, এরকম অভিযান আমাদের চলমান থাকবে। ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারী সকল প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ