আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

হাতীবান্ধায় শিশু ও যুব নেটওয়ার্কের উদ্যোগে লিফলেট বিতরণ

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাটের হাতীবান্ধায় শিশু ও যুব নেটওয়ার্কের উদ্যোগে করোনা ভাইরাস রোগ সম্পর্কে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার ধুবনী গ্রামে দিনব্যাপী বাড়ি বাড়ি গিয়ে এ লিফলেট বিতরণ করা হয়। সিংগিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র জেলা সম্পাদক আসাদুজ্জামান সাজু, বেসরকারি উন্নয়ন সংস্থার রূপান্তর কো-অর্ডিনেটর মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাফিজ উল্যাহ টাইফুন, শিশু ও যুব নেটওয়ার্কের উপজেলা সভাপতি মাসুদ রানা বাবু ও সহ-সভাপতি অনামিকা প্রমুখ।

শিশু ও যুব নেটওয়ার্ক স্থানীয় শিশুদের দ্বারা পরিচালিত। এই শিশু সংগঠনটি এলাকার শিশু সুরক্ষায় কাজ করে। তাদের নেটওয়াকিংয়ের মাধ্যমে শিশু বিবাহ রোধ, ইভটিজিং , শিশু নির্যাতনরোধ সহ শিশুদের স্বার্ধ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কাজ করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিনব্যাপি করোনা ভাইরাস রোগ সম্পর্কে জন সচেতনা সৃষ্টির লক্ষ্যে উপজেলার ধুবনী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ