আজ ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ ইং

সমাপ্তব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির এই ক্যাম্পেইন উদ্বোধন

আরিফুল ইসলাম জয় ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

উপজেলা কমপ্লেক্স হাসপাতাল হলরুমে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম।হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে এই ক্যাম্পেইন চলাকালে ভূরুঙ্গামারী উপজেলার ৯ মাস থেকে ১০ বছরের নিচের প্রতিটি শিশুকে ১ ডোজ এমআর টিকা দেওয়া হবে। ১৯ ডিসেম্বর ২০২০ থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছয় সমাপ্তব্যাপী চলবে এই টিকাদান কর্মসূচি। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পেইন চলাকালে চলমান করোনা মহামারি বিবেচনা করে শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়া ইত্যাদি স্বাস্থ্য সুরক্ষামূলক নিয়মাবলি যথাযথ প্রতিপালনের মাধ্যমে ক্যাম্পেইনটি পরিচালিত হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, “আমরা শিশুদের দশটির মতো টিকা দিয়ে থাকি। টিকা দানের মাধ্যমে আমরা দেশকে পোলিও মুক্ত করতে পেরেছি। এখন দেশকে হাম-রুবেলা মুক্ত করতে হবে।”

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ