আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

গোমস্তাপুরে তথ্য প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী

গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
‘যদিও মানছি দুরত্ব,তবুও আছি সংযুক্ত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি শীর্ষক এক  সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গোমস্তাপুর উপজেলা প্রসাশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ বিভাগ এর সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এক সেমিনার অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে  অন্যান্যদের  মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক,উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান,হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, বহিপাড়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির প্রমুখ।বক্তারা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ভালো ও মন্দের দিক আমাদের বিবেচনা করে ব্যবহার করতে হবে। যেহেতু তথ্য প্রযুক্তির ব্যবহার বিশ্ব তথা বাংলাদেশে সমৃদ্ধি বিস্তার ঘটেছে। তাই সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারে সুদীক বিবেচনা করতে হবে।পরে চিত্রাঙ্গন ও উপস্থাপন প্রতিযোগিতায় ৫জন প্রতিযোগীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ