আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

গোমস্তাপুরে জাতীর পিতার সম্মান রক্ষার্থে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমাবেশ

গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান রক্ষার্থে দেশের প্রতিটি দাপ্তরিক ভবনে তার ভাস্কর্য নির্মাণের সংবিধান রয়েছে।তাই  সকলকে এই বিষয়টি স্মরণ করে,তাকে স্মরণীয় করে রাখার প্রেক্ষিতে তার ভাস্কর্য নির্মাণে সরকার যে প্রস্তুতি নিয়েছেন তা বাস্তবায়ন করতে হবে। ভাস্কর্য মৌলবাদীদের প্রতিহত  করতে হবে।চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে “জাতির পিতার সম্মান, রাখবো মোরা  অম্লান” এই স্লোগানকে সামনে রেখে উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শীর্ষক পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে গোমস্তাপুর উপজেলা প্রসাশনের আয়োজনে, উপজেলা অডিটোরিয়ামে, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস মাহফুজা খাতুন, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা মিজানুর রহমান, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল মালেক,উপজেলা প,প, কর্মকর্তা মাসুদ পারভেজ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান উপজেলার প্রাথমিক,মাধ্যমিক ও মাদ্রাসা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির জন্য জীবন দিয়ে গেছেন। তাকে আমাদের স্মরণীয় করে রাখতে হবে।তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের যে প্রস্তুতি নিয়েছেন তা আমাদের বাস্তবায়ন করতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ