আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ ইং

শেখ হাসিনার জন্য দেশের মানুষ আমাদের ভালোবাসে, সমাজকল্যাণমন্ত্রী

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে ৩টি ইউনিয়নের নদী ভাঙ্গন ও বন্যা প্রবণ এলাকায় বন্যায় আশ্রয় কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় একটি আশ্রয় কেন্দ্র’র ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।

শনিবার (১২ ডিসেম্বর) ১টার দিকে কালীগঞ্জ উপজেলাধীন ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ৩ কোটি টাকা ব্যয়’র আশ্রয়কেন্দ্রর ভিত্তি প্রস্তর স্থাপন করেন সমাজকল্যাণমন্ত্রী।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রবিউল হাসান, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, ভোটমারী এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেন, প্রধানমন্ত্রী যা বলেন, তাই করেন। আর এ কারণেই দেশবাসী তাকে হৃদয় দিয়ে ভালোবাসে। তার মঙ্গল কামনায় দেশবাসী প্রার্থনা করে। শেখ হাসিনার জন্যই দেশের মানুষ আমাদেরও ভালোবাসে। তাই আগামী দিনেও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ