আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

নওগাঁর রাণীনগর উপজেলা উপ-নির্বাচনে নৌকার মাঝি হলেন আব্দুর রউফ

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলুকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ৫৬টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হয়। সকল কেন্দ্রের ভোট গনণা শেষে রাণীনগর উপজেলা নির্বাচন অফিসার জায়েদা খাতুন এই ফলাফল ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু ভোট পেয়েছেন ২৫ হাজার ৯৫৯। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোসারব হোসেন পেয়েছে ৮ হাজার ১৫৫ এবং আওয়ামী লীগ থেকে সদ্য বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী মফিজ উদ্দিন প্রামানিক মটর সাইকেল প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৪১৭ ভোট।

১০ ডিসেম্বর বৃহস্পতিবার উপ-নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছিলো। পাশাপাশি চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। উপজেলার সর্বস্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ছিলো। কোথাও অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। নির্বাচনের দিন উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ৬শ’ পুলিশ দায়িত্ব পালন করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ