আজ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ ইং

ভূরুঙ্গামারীতে  ডোনেট ফর ভূরুঙ্গামারীর আয়োজনে  ফ্রি ম্যাডিকেল অনুষ্ঠিত 

আরিফুল ইসলাম জয় 
কুড়িগ্রাম ভুরুঙ্গামারী প্রতিনিধি :
১০ ডিসেম্বর ২০২০ ইং রোজ বৃহস্পতিবার  সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্তউপজেলার  বলদিয়া স্কুল এন্ড কলেজ (শাহীবাজার কলেজ) মাঠে ডোনেট ফর ভূরুঙ্গামারীর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দিনব্যাপী ব্লাড গ্রুপিং ক্যাম্পের আয়োজন করা হয়েছে।  উক্ত প্রোগ্রামের শুরুতেই বিজয়ের মাস উপলক্ষ্যে ডোনেট ফর ভূরুঙ্গামারীর পক্ষ থেকে বলদিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারপর ৩ জন .  ( ড. বেদুরা সুলতানা,  ড. মোরশেদা,  ড, অপু রয়
এম.বি.বি.এস, আর ইউ,
 সকলে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ।)
 গন পর্যায় ক্রমে  প্রায় ২০০ গন রোগী দেখেন।  এছাড়াও ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন  করা হয়।
সবশেষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম,  সংখিপ্ত বক্তব্যের মাঝে ডোনেট ফর  ভূরুঙ্গামারীর এরকম আরো ভালো কাজের উৎসাহ প্রদান করে ফ্রি মেডিকেল ক্যাম্প এর সমাপ্তি ঘোষণা করেন।
ডোনেট ফর ভূরুঙ্গামারীর প্রতিষ্ঠাতা পরিচালক আশিকুর রহমান আশিক বলেন
 স্বাস্থ্যবিধি মেনে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনমনে সচেতনতা বৃদ্ধি এবং প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই বৃহৎ আয়োজন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ