আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের উপনির্বাচনের ভোট শুরু

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে শীত ও কুয়াশার কারণে ভোটার উপস্থিতি অনেকটাই কম। এ পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- নৌকা প্রতীকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ধানের শীষ প্রতীকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসারব হোসেন এবং মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন।নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু বলেন, তিনি জয়ের ব্যাপারে শতভাগী আশাবাদী। বিজয়ী হতে পারলে প্রধানমন্ত্রীর প্রকল্প বাস্তবায়নে এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখবেন। রানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন বলেন, উপজেলার ৫৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৮৬৫ জন এবং নারী ভোটার ৭৪ হাজার ৭২২ জন। সকাল ৯টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। গত ২৭ জুলাই নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা গেলে আসনটি শূন্য হয়। ওই আসনে উপনির্বাচনে অংশ নিতে রানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল পদত্যাগ করায় চেয়ারম্যানের পদটি শূন্য হয়। ১৭ অক্টোবর নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন আনোয়ার হোসেন হেলাল।

 

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ