আজ ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৪ ইং

বঙ্গবন্ধু ভাষ্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে মানব বন্ধন 

ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রমের ভূরুঙ্গামারী তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদ জানিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও আওয়ামী লীগের সকল অংগসংগঠন এর নেতাকর্মী ও জনসাধারণ এর নিয়ে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় উপজেলার প্রানকেন্দ্র জামতলা মোড়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী অফিসার দিপক কুমার দেব শর্মা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান, জাতির গর্বিত সন্তান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সম্মানিত কমান্ডার মহিউদ্দিন আহমেদ, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুকুল চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ , মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ আলি মুকুল, সম্পাদক রাসেল, সহ অনেক নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা,বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি ও দেশের সংবিধান ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রেকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নেতারা ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ