আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে গোমস্তাপুরে মানববন্ধন

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
কমলা রঙের বিশ্বের নারী, বাধার পথ দেবেই  পাড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস/২০২০ উদযাপন করা হয়। ।বুধবার সকালে গোমস্তাপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে ও গোমস্তাপুর উপজেলা প্রশাসন এর সহযোগিতায় উপজেলা চত্বর থেকে র‌্যালী বের হয়ে রহনপুর স্টেশন বাজার ঘুরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, জেলা পরিষদ সদস্য হালিমা বেগম।  বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম,গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নূর মোহাম্মদ, আই জি এ প্রকল্পের ট্রেনার  শামসুন্নাহার টুম্পা, প্রশিক্ষণার্থী কামরুন নাহার মিতু, মহিলা শিক্ষনীয়  শাহিদা রিমা, আদিবাসী নারীর পক্ষ থেকে শ্রী শান্তি  ,হালিমা খাতুন, তানজিলা বেগম প্রমূখ। বক্তারা বলেন বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন একজন সংগ্রামী নারীজাতির  প্রতীক। তিনি নারী জাতির জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন। সাহিত্যের নানা অঙ্গনে তার অগ্রণী ভূমিকা লক্ষ্য করা গেছে।তাই নারী জাতির প্রতি সম্মান রক্ষার্থে পুরুষদের সম মর্যাদা নারীরদেরও দিতে হবে।
অপরদিকে ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় গোমস্তাপুর ব্রাক পল্লী সমাজ উন্নয়ন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে উপজেলার বাঙাবাড়িতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন  বাঙাবাড়ি ইউপি চেয়ারম্যান সাদিরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আজহার আলী মন্ডল, ইউপি সদস্য তারেক, সায়েরা খাতুন, আমেরা খাতুন, মহাজনী, জাহানারা বিবি, ইউনিয়ন ভূমি অফিসার জিল্লুর রহমান, ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় সেলিনা পারভীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পল্লী সমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ