আজ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

গোদাগাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

মোঃ ইসহাক গোদাগাড়ী রাজশাহী উপজেলা প্রতিনিধিঃ

অর্থবছরে রবি মৌসুমে বোরো ধান ও পেঁয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো হাইব্রিড ধানের বীজ ২ কেজি এবং পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন রাজশাহীর (ডিডিএলজি) শাহানা আখতার জাহান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জানে আলম, গোদাগাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সুফিয়া খাতুন মিলি, উপজেলা সহকারী (ভূমি) অফিসার মোসাঃ নাজমুন নাহার (শাওন) উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম (সৌরভ), উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মতিয়র রহমান (মুন্না) সহ বিভিন্ন ব্লকের কর্মরত মাঠ কর্মী ও উপজেলার বিভিন্ন স্থানের কৃষকগণ এই সময় উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ