হাসনাত কাইয়ূম, সরাইল প্রতিনিধি
প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন । নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ ফারুক উল্যাহ আজ ১৫ মার্চ রবিবার ভোর বেলা নিজ বাড়িতে সন্ত্রাসী হামলার শিকার হলে গুরুতর আহত অবস্থায় নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নেক্কার জনক এ হামলায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি(রেজি: এস-১২০৬৮) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ। এছাড়াও নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সহঃ সভাপতি মো ঃ গোফরান মোস্তফা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সহঃ সভাপতি মোঃ আসিফ ইকবাল খোকন। বিবৃতিদাতারা ন্যাক্কার জনক এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুষ্কৃতিকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।