আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

শাহজাদপুরে গৃহবধু সোনিয়া হত্যা মামলার প্রধান আসামী শরিফুলের আত্মহত্যার চেষ্টা

শাহজাদপুর,সিরাজগঞ্জ,প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতুকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার ১ দিন পর সোনিয়া হত্যা মামলার প্রধান আসামী স্বামী শরিফুল ইসলাম চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

জানা গেছে, গত রোববার গভীর রাতে উপজেলার কৈজুরী ইউনিয়নের পাথালিয়াপাড়া গ্রামে সোনিয়াকে শ্বাসরোধে হত্যার ঘটনার পরদিন সোমবার সোনিয়ার বড় ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে সোনিয়ার স্বামী শরিফুল ইসলাম ও শ্বশুড়-শ্বাশুড়ীসহ ১০ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ ২ আসামীকে গ্রেফতার করে। এরও পরদিন মঙ্গলবার সন্ধ্যায় শাহজাদপুর উপজেলার পার্শ্ববর্তী বেড়া উপজেলায় পৌর পোর্ট এলাকায় সোনিয়া হত্যা মামলার প্রধান আসামী স্বামী শরিফুল চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে এক ভ্যানচালক তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ খবর শাহজাদপুর থানা পুলিশ জানতে পেরে বেড়া পুলিশের সহযোগীতায় তাকে গ্রেফতার করে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ