আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

তাড়াশ উপজেলা প্রতিনিধি :

সিরাজগঞ্জের তাড়াশে অবৈধভাবে ফসলি জমি কেটে পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ব্যত্যয় ঘটিয়ে অপরাধ সংগঠনের দায়ে একলক্ষ টাকা জরিমানা ও একটি এক্সাভেটর পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ নভেম্বর) রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন ও ক্ষীরপোতা এলাকায় এ অভিযান পরিচালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ওবায়দুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাউল করিম জানান, অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে রাত ও দিন সমানভাবে অভিযান চলবে। ফসলি জমিতে পুকুর খনন ও জলাবদ্ধতা সৃষ্টি করতে দেয়া হবে না।
প্রসঙ্গত, তাড়াশ উপজেলায় এক শ্রেণীর ভুমিগ্রাসী সরকারের কর্তাব্যক্তিদের চোখ ফাকি দিয়ে দীর্ঘদিন ধরে গভীর রাতে অবৈধ ভাবে ফসলী জমি কেটে পুকুর খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যত্রতত্র ভাবে পুকুর খনন করায় জলাবদ্ধতার কারনে চলতি বছর কৃষক চরম ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ