আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

রায়পুরে মাস্ক ছাড়া বের হলে গুণতে হবে জরিমানা

মোঃ হৃদয় হোসেন রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

কোভিড-১৯-এর দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে রায়পুর উপজেলা প্রশাসন। মাস্ক না পরে বাইরে বের হওয়া ব্যক্তিদের অর্থদণ্ড প্রদান করা হচ্ছে।
আজ মঙ্গলবার দুপুর ১টা থেকে প্রাইম ব্যাংক সংলগ্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন চৌধুরী ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আখতার জাহান সাথী।
প্রথম ঘণ্টায় অর্ধ শতাধিক ব্যক্তিকে সর্বনিম্ম ২০০টাকা হারে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

লক্ষ্মীপুর রায়পুরে উপজেলা নির্বাহী অফিসার জনাব শারমিন চৌধুরী জানান, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক অনুযায়ী মাস্ক না পরে ঘর থেকে বের হওয়া ব্যক্তিদের সাজাসহ নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে প্রথম পর্যায়ে সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দেন উপজেলা প্রশাসন। কিন্তু তাতেও মানুষের মধ্যে সচেতনতা আসেনি। এ কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ