আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

হাটহাজারী থেকে অপহৃত শিশু ফটিকছড়িতে উদ্ধার

হাসান বিন ইউসুফ,ফটিকছড়ি প্রতিনিধি :

২২ নভেম্বর হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়ন থেকে অপহৃত শিশু ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভা থেকে উদ্ধার করা হয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী র‍্যাব ৭। র‍্যাব সূত্রে জানা যায় আজ দুপুর ১২ টায় হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের মদনহাট থেকে অপহৃত হয় ইয়াছিন আরাফাত (বয়স ৮ বছর) নামের এক শিশু। অনেক খোঁজখুজির পর শিশুটির সন্ধান পাওয়া না গেলে হাটহাজারী থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরবর্তীতে মিলন নামের এক লোক শিশুটির চাচার কাছে মোবাইল ফোনে একলক্ষ টাকা চাঁদা দাবি করে।

পরবর্তীতে আলাপ আলোচনা করে অপহরনকারীর সাথে অতঃপর দশ হাজার টাকার মধ্যে সমঝোতা হয় বলে শিশুটির পিতা অসহায় হৃতদরিদ্র কৃষক মনির জানায়। পরবর্তীতে শিশুর পিতা নিখোঁজ ডায়েরির কপি নিয়ে হাটহাজারী থানাধীন র‍্যাব ৭ কার্যালয়ে যোগাযোগ করলে র‍্যাব ছায়া তদন্তে নেমে রাত ১১ টায় ফটিকছড়ি থানাধীন নাজিরহাট ফোর্স সহকারে শিশু ইয়াছিন আরাফাতকে উদ্ধার করে বলে জানাই মিডিয়া উইং। কিন্তু অপহরণকারীকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান র‍্যাব ৭ মিডিয়া উইং। র‍্যাব সূত্র মতে অপহরণকারী ধূর্ত প্রকৃতির, পরিস্থিতি আঁচ করতে পেরে বিকেল ৩ টার দিকে শিশুটিকে নাজিরহাট বাজারে রেখে পালিয়ে যায় তবে অপহরণকারীকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ