আজ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং

লামায় আনসার-ভিডিপির মৌলিক প্রশিক্ষণ সনদ বিতরণ সম্পন্ন

 

মোঃ চান মিয়া লামা প্রতিনিধি :

লামায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হল আনসার ভিডিপির অস্ত্রবিহীন ১০ দিন ব্যাপি মৌলিক প্রশিক্ষণ। আজ ১৯ নভেম্বর ২০২০ইং বৃহস্পতিবার সকাল ১১টায় লামা পৌরসভার চম্পাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহেদ উদ্দিন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ লামা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রশিদুল ইসলাম কোম্পানি কমান্ডার ৩২ আনসার ব্যাটালিয়ন লামা,ও রাজিব দে সহকারি কোম্পানি কমান্ডার ৩২ আনসার ব্যাটালিয়ন লামা। সভাপতিত্ব করেন আনোয়ার বেগম (ভারপ্রাপ্ত) অফিসার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, লামা উপজেলা।
অনুষ্ঠান মালা সঞ্চালনা করেন মোঃ হিরো উপজেলা প্রশিক্ষক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী লামা উপজেলা।

প্রধান অতিথি জাহিদুল ইসলাম বলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনী বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দেশের যুব সমাজকে আত্মকর্মসংস্থান সৃষ্টি তৈরি করতে পারে এমন ভাবে গড়ে তুলে। তার যাতে করে দেশের বোজা না হয়ে সম্পদে পরিণত হয় এই কাজ করে। তবে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্য করে বলেন যাদের আনসার ভিডিপি প্রশিক্ষণ থাকে দেশের চাকরির ক্ষেত্রে ১০% কোটা পাবেন। তিনি আনসার বাহিনীর মঙ্গল কামনা করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে নগদ ১০০০ টাকা, ৫০০ টাকা শেয়ার কর্তনসহ ১৫০০টাকা ও সনদ প্রদান করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ