আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ফেনীতে বাসস্থান ও কবরস্থান পাবে তৃতীয় লিঙ্গের মানুষ: ফেনীর জেলা প্রশাসক 

 

আজিজুল হক,ফেনী সদর প্রতিনিধি:

ফেনীর তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য বাসস্থান ও কবরস্থান ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মোঃওয়াহিদুজজামান। ফেনীর ধর্মপুরে তাদের পছন্দ অনুযায়ী থাকার জায়গা ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত “তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবন মান, উন্নয়নে প্রয়োজন সবার অংশীদারিত্ব” শিরোনামে মানুষ মানুষের জন্য নামক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা প্রশাসন ও ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠন সহায় এর সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষদের দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, আপনাদের সরকারিভাবে জমি ও ঘর করে দেয়া হবে কিন্তু আপনাদের আচরণে যাতে মানুষ কষ্ট না পায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি নিজে গিয়ে আপনাদের জায়গা দেখাবো আপনারা পছন্দ করে নিবেন।এসময় তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কবরস্থানের জায়গার ও ব্যবস্থা করে দেবার ঘোষণা দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক বলেন, এই দেশ সকলের। প্রধানমন্ত্রী ইতোমধ্যে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে ভোটাধিকার ও নাগরিক দিয়েছেন।

জেলা প্রশাসক আরো বলেন, আপনাদের কাজ করে উপার্জন করতে হবে। কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হবে। সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে দেয়া হবে।আপনারা কাজ করেন, আপনাদের পণ্যগুলো বাজারজাতকরণের দায়িত্ব আমাদের।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাম্মাৎ সুমনী আক্তার বলেন, আমরা সবাই মানুষ, আমাদের মধ্যে প্রথম ২য় ও ৩য় লিঙ্গ নেই।

অনুষ্ঠানের সভাপতি সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, আমরা যদি আমাদের মনমানসিকতা পরিবর্তন না করি তবে তৃতীয় লিঙ্গদের সুবিধা দিতে পারবোনা। আমাদের দুই পক্ষেরই মানসিক পরিবর্তন দরকার।

এসময় তৃতীয় লিঙ্গের সব ধরণের চিকিৎসা ফেনীর সরকারি হাসপাতালের পাশাপাশি সকল প্রাইভেট হাসপাতাল ক্লিনিকে ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।

সহায়’র উপদেষ্টা সাংবাদিক বখতেয়ার মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহায় এর সভাপতি মঞ্জিলা মিমি। বক্তব্য রাখেন ফেনী সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রিপন নাথ, সহায়ের উপদেষ্ঠা ও নারী উদ্যোক্তা মহিনুর জাহান লাবণী, কালের কন্ঠ জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের ফেনী জেলা সমন্বয়ক সুন্দরী হিজড়া।

ফেনী সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শিপলু সরকারের উপস্থাপনায় তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের মানুষদের নিয়ে ভিডিও চিত্র প্রদর্শনী হয়। সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত তৃতীয় লিঙ্গের প্রত্যেককে কম্বল উপহার দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়ের উপদেষ্ঠা সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, সহ-সভাপতি ও বাংলাদেশ ফটো জার্ণালিষ্ট এসোসিয়েশন ফেনী জেলার সভাপতি জুলহাস তালুকদার, সাংবাদিক ইয়াসির আরাফাত রুবেল, , সাধারণ সম্পাদক দুলাল তালুকদার, সহ সংগঠনের সদস্য এবং তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের ৫০জন সদস্য উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ