আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

রায়পুরে সাংবাদিক ইউনিয়ন (RUJ) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী -২০২০ উদযাপিত

 

মোঃ হৃদয় হোসেন রায়পুর লক্ষ্মী পুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রায়পুরে সাংবাদিক ইউনিয়ন (RUJ) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় রায়পুর গাজী কমপ্লেক্সের ৩য় তলায় রায়পুর সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্য্যালয়ে এক অনাড়াম্বর অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সদস্য গণ।

এসময় সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও দৈনিক নতুন সময় রায়পুর উপজেলা প্রতিনিধি এবং দৈনিক আমাদের লক্ষ্মীপুর পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আজম এর সঞ্চালনায় এবং সাংবাদিক ইউনিয়নের সভাপতি (দৈনিক নব চেতনা) আবু মুসা’র সভাপতিত্ত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য প্রধান করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক এডঃ নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া,রায়পুর পৌরসভার মেয়র আলহাজ্ব ইসমাইল হোসেন খোকন,লক্ষ্মীপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড:মিজানুর রহমান মুন্সি,রায়পুর পৌর আওয়ামীলীগ’র আহ্বায়ক কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ, গাজী গ্রুপের এমডি গাজী মাহমুদ কামাল,রায়পুর থানা অফিসার ইনচার্জ আব্দুল জলিল এবং রায়পুর সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাধারণ সম্পাদক (ডেইলী অবজার্ভার) ওয়াহিদুর রহমান মুরাদ,রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুল আলম মিন্টু (দৈনিক দিনকাল),সাবেক সভাপতি মোস্তফা কামাল (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঢালি ( দৈনিক আমাদের সময়), সাংবাদিক বেলায়েত হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা) (দৈনিক গণমুক্তি পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি, মোঃ হৃদয় হোসেন)

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব রায়পুর উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ, রায়পুর রিপোটার্স ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ হোসাইন,সাধারণ সম্পাদক মিলন মাহমুদসহ রিপোটার্স ইউনিটির অন্যান্য নেতৃ বৃন্দ এবং এশিয়ান টিভি’র রায়পুর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম টিটু,জয়যাত্রা টিভি’র লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন ছাড়াও রায়পুর প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়ন,রিপোটার্স ইউনিটির বিভিন্ন জাতীয় দৈনিক ও ইলেকট্রোনিক্স মিডিয়ার স্থানীয় সাংবাদিক বৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যাবসায়ীসহ আরও অনেকে।

পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কেটে সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কার্য্যালয়ের শুভ উদ্বোধন করেন উপস্থিত অতিথি বৃন্দ,এবং সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপ্তি করা হয়।

অনুষ্ঠানে রায়পুর সাংবাদিক ইউনিয়নের জন্য প্রধান অতিথি এডঃনুর উদ্দিন চৌধুরী নয়ন এক লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ