মোঃ মশিউর রহমান (ইসাদ), রংপুর প্রতিনিধি
প্রান কেন্দ্র রংপুরে অন্যবারের মতো এই বছর গাছে গাছে আমের মুকুলের সমারহ। সেই সাথে সৌরভ ছরাচ্ছে আমের মুকুল। মুকুলের সুমিষ্টি সুবাস আন্দোলিত করে তুলেছে মানুষের মনও। প্রতিটি গাছের শাখায় শাখায় আম মুকুলে যেনো প্রকৃতিকে অপরুপ সাজিয়েছে এবং মানুষদের মুগ্ধ করছে। যেন হলুদ আর সবুজের মহামিলন।
আমের মুকুল দেখতে যেমন তেমন এর মৌ মৌ গন্ধ পাগল করে তুলে মানুষকে। মৌমাছির দল গুন গুন শব্দে মনের আনন্দে ভিড়তে শুরু করেছে আমের মুকুলে।
ছবিটি তুলা হয়েছে রংপুরের পশ্চিম রাজেন্দ্রপুর,শালমারা ঈদগাহ মাঠ সংলগ্ন।
ক্যামেরায় ছিলেন ফরহাদ হোসেন ফাহিদ