আজ ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৫ ইং

হাতীবান্ধার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আর নেই

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি:

 

লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন(৬৫)আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গত ৫ মার্চ বৃহস্পতিবার রাত ৯ টার দিকে কালিগন্জ উপজেলার মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী,৪ ছেলে ও ৪ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মরহুমের জানাজার নামাজ আজ(০৬) শুক্রবার সকাল ১১ টা ৩০ মিনিটে দইখাওয়া আলিম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয় । এ নামাজ শেষে কবরস্থানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন এর দাফন সম্পন্ন হয়।

এসময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান মামুন,গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সাবু,গোতামারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সাংসদ এর কমান্ডার আবুল মিয়াসহ অনন্য মুক্তিযোদ্ধা ও পরিবার-পরিজন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ