মোঃ মশিউর রহমান : রংপুর প্রতিনিধি
রংপুর সিটি কর্পোরেশনের অবসরপ্রাপ্ত ৪জন কর্মকর্তা ও কর্মচারীকে সংবর্ধনা প্রদান বিদায়ী অনুষ্ঠান করার জন্য সিটি কর্পোরেশনের হলরুমে সংবর্ধনার ও বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল মিঞার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
বিশেষ অতিথি রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোঃ রাশেদুল হক, তত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন,মেয়র মহদয়ের একান্ত সচিব কাজী জাহিদ হাসান লুসিড, হিসাব রক্ষক কর্মকর্তা হাবিবুর রহমান, সাধারণ শাখা প্রধান নাঈমসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রংপুর সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সি ইন্সপেক্টর মোঃ আইয়ুব আলী, পাম্প চালক আবুল কালাম আজাদ, বিল কেলার্ক আব্দুল মাজেদ ও গার্ড আলতাব হোসেনকে সম্মাননা প্রদান মাধ্যমে বিদায়ী দেওয়া হয়