আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

মাদক ব্যবসায় ভিন্ন পন্থা অবলম্বন করছে মাদক ব্যবসায়ীরা

মোঃ মশিউর রহমান: রংপুর প্রতিনিধ

 

রংপুর নগরীর ৪ নং ওয়ার্ড আমাশু কুকরুল কাইমাগিলি সৎসঙ্গ মন্দির সংলগ্ন আলু ক্ষেতে ১৭১ পিস খালি ফেন্সিডিলের বোতল উদ্ধার করেছেন পরশুরাম থানা পুলিশ। একজন পথচারী বস্তাবন্দি বোতল গুলো দেখতে পেয়ে রসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারাকে এসে জানান,পরে খরবটি জেনে তিনি পুলিশে খবর দেন, পুলিশ এসে ঘটনা স্থল থেকে এই মাদক বোতল গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে পরশুরাম থানার এস আই মনোয়ার হোসেন বলেন আমরা খবর পেয়ে ঘটনা স্থল থেকে ১৭১ পিস খালি বোতল উদ্ধার করি। ঘটনার সাথে কারা বা কে জড়িত তাদের কে চিহ্ন করতে জোড়ালো কাজ করছি,আশা করি অল্পসময়ের মধ্যে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো ।এ বিষয়ে এলাকার সচেতন মানুষের মনে কৌতুহল সৃষ্টি হয়েছে। এলাকার সমাজ সেবক আঃ গনী মনে কুকরুলের যে সুনাম দীর্ঘদিন থেকে রয়েছে তা নষ্ট হতে শুরু করছে,আমাদের মনে হচ্ছে ব্যবসায়ীরা নতুন কৌশল অবলম্বন করছে। আমরা চাই অল্প সময়ের ভিতরে তদন্ত করে অপরাধীদের বের করে আইনের আওতায় আনা হউক।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ