আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে কটাক্ষ ও ব্যঙ্গ চিত্র প্রদর্শনীর প্রতিবাদে আত্রাইয়ে বিশাল তৌহীদী জনতার গণ মিছিল

 

মোঃ ফিরোজ হোসাইন
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ে ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে গণ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তৌহীদী জনতা ।

শুক্রবার (৩০অক্টোবর) বাদ জুমা আত্রাই ০ পয়েন্ট থেকে এ কর্মসূচি পালিত হয়৷
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠনের নেতা-কর্মী।

এ কর্মসূচির আয়োজকের প্রধান বলেন, ‘ফান্সে সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই এবং এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

ফ্রান্স সরকার তাদের নিজেদের সেক্যুলার হিসেবে দাবি করে। একটি সেক্যুলার রাষ্ট্র সরাসরি কোনও ধর্মকে আঘাত করে কিছু করতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সারাবিশ্বের মুসলমান দেশকে প্রতিবাদ জানানোর আহ্বান জানাচ্ছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ