মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি :
রাঙ্গুনিয়া উপজেলা কোদালা ইউনিয়ন হোহাইফা নামক এক বছরের কন্যা সন্তান পুকুরে ডুবে মৃত্যু ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯অক্টোবর) কোদালা ইউনিয়ন রাজানগর ৪নং ওয়ার্ড মরহুম আব্দুল খালেকের বাড়ীর পুকুরে দুপুর১টার দিকে মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশুর মা তাহিয়া বলেন, আমি রুমে কাজ করছিলাম সেই মূহুর্তে তাঁকে না দেখতে পেয়ে খোজাখুজি করলে আমাদের পিছনের পুকুরে গিয়ে দেখি পুকুরে পড়ে আছে সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়। পাশের বাড়ির মুহাম্মদ হাছান(৪০)বলেন, তাদের চিৎকার শুনে আমি আসে চন্দ্রঘোনা মেশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অনেক আগে মৃত্যু হয়েছে বলে স্বজনদের জানান। নিহত শিশুর বাবা মইনুদ্দিন বলেন, আমি শহরে গাড়ি চালাই সেখানে থাকি আজ দুপুরে খবর পেয়ে আমি বাড়িতে চলে আসি।