মশিউর রহমান : রংপুর প্রতিনিধি
রংপুর মহানগরীর বাস টার্মিনাল ট্রাক স্টান্ড এলাকায় মহাসড়কে হানিফ পরিবহের বাসে চাপায় সাদিয়া বেগম(৫৫) নামের এক বৃদ্ধা নিহত। এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ ট্রাফিককের এসি জানান যে, আজ বেলা সোয়া ১১ ঘটিকায় ট্রাকস্টান্ড এলাকায় অবস্থিত ফাইয়াজ স্কুল এন্ড কলেজ এর প্রধান গেটের সামনে মহাসড়কে রিক্সা থেকে নেমে রাস্তা পার হচ্ছিল সেই সময় রংপুর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে করে তার মাথা ছিন্নভিন্ন হয় এবং সেখানেই সে মারা যান। রংপুর নগরীর কামারপাড়ায় থাকতেন তিনি এবং তিনি ঘটনাস্থলের পশ্চিমে পাঠান পাড়ায় যাচ্ছিলেন তার ছেলের বাসায়।