তানভীর অর্ণব, রাবি প্রতিনিধি :
ঢাকার সাভারে ছিনতাইকারীদের হাতে নিহত সাবেক শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ শনিবার বিকাল তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ৩ দফা দাবি পেশ করেছেন শিক্ষার্থীরা।
১. আগামী ২৪ ঘন্টা মধ্যে জড়িতদের গ্রেফতার করা
২. গ্রেফতার করে শাস্তির আওতায় আনা।
৩. নিহতের পরিবারকে ক্ষতিপূরন প্রদান করা
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা আজ কোথায় নিরাপদ? শুধুমাত্র একজন শিক্ষার্থী হিসেবেই না আমরা একজন মানুষ হিসেবেও কোথাও নিরাপদ না। আমরা চারিদিকে একটা বিচারহীনতার সংস্কৃতিতে ডুবে আছি। যেসব জায়গায় প্রশাসনের নিরাপত্তা নিশ্চিতকরনের দরকার সেসব জায়গায় নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন আজ ব্যর্থ।’
এসময় সঠিক সময়ে হত্যার সুষ্ঠু বিচার না পেলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, নিহত শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান রাবির দর্শন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। শনিবার সকালে ঢাকার সাভারের শিমুলতলায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন তিনি।