আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

ভার্চুয়ালি উদযাপন হলো BLLSA এর ৬ষ্ঠ জন্মবার্ষিকী

 

সুমাইয়া ইয়াসমিন :

গত ২৩শে অক্টোবর আইনাঙনের সব থেকে বড় প্লাটফর্ম “বাংলাদেশ লইয়ার্স এন্ড ল স্টুডেন্টস এসোসিয়েশন” তার প্রতিষ্ঠার ৫ম বর্ষ শেষ করে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করেছে।

#Be_United স্লোগানে শুরু হয়েছিলো এই এসোসিয়েশনের শুভ যাত্রা।

গেল ৫ বছরে নিজেদের ভিন্নধর্মী কর্মকাণ্ডের মধ্য দিয়ে আইনাঙনের সকলের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে এই এসোসিয়েশন।

ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে ছড়িয়ে থাকা আইনের ছাত্রছাত্রী এবং আইনজীবীদের ভার্চুয়াল অংশগ্রহণের মাধ্যমে কেক কেটে লাইভ অনুষ্ঠান সম্প্রচার এর মাধ্যমে ষষ্ঠ জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসোসিয়েশনের কোর্ডিনেটর তানিয়া নাহার ও লিডার সুমাইয়া ইসলাম তসিবা এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সন্মানিত চেয়ারম্যান রাসেল সিদ্দিকী ফাউন্ডার মেম্বার সাদ আহমেদ,মুসা রিপন ,সেন্ট্রাল কমিউনিকেশনের সদস্য আকরাম হোসেন রিফাত, তানজিম তুহিন, মনিকা রশিদ, জান্নাতুল ফেরদাউস এবং এসোসিয়েশনের কোর্ডিনেটর ও এম্বাসেডর গণ এ সময় উপস্হিত ছিলেন।

২০১৫ সালে অল্প সংখ্যক কিছু মানুষ নিয়ে শুরু হয়েছিলো বাংলাদেশ লইয়ার্স এন্ড ল স্টুডেন্টস এসোসিয়েশনের এই শুভযাত্রা।

এসোসিয়েশনের মূল উদ্দেশ্য-

“আইনের ছাত্র এবং আইনজীবীদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করা”

একটি সম্পূর্ণ অরাজনৈতিক এবং Non-Profitable সংগঠন। এইখানে আইনের ছাত্রছাত্রীদের নানাবিধ সমস্যা নিয়ে কাজ করা হয়,যেমনঃ

১.কোর্টে শিক্ষানবিশ আইনজীবীদের স্বার্থ সংরক্ষন করা।
২.মহিলা আইনজীবীদের যাতে কোন ধরনের Harrassment এর শিকার হতে না হয় সেটা নিশ্চিত করা।
৩. আইনের ছাত্রছাত্রীদের
একত্র করা, আইনের বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা,ইত্যাদি।

এসোসিয়েশনের মূল কারিগর সম্মানিত চেয়ারম্যান রাসেল সিদ্দিকী। সম্মানিত রাসেল সিদ্দিকী স্যার ও আরোও গুরুত্বপূর্ণ কয়েকজন মানুষের ছোট্ট এসোসিয়েশন আজকে ৩৪ হাজারের বেশি মানুষের সমাগমে পরিনত হয়েছে।

আইনের ছাত্রছাত্রীদের মেধা বিকাশে, কমিউনিকেশনে শতভাগ নিশ্চয়তা দানকারী “বাংলাদেশ লইয়ার্স এন্ড ল স্টুডেন্টস এসোসিয়েশন” এর ভবিষ্যৎ এর সাফল্যের জন্য অনেক অনেক শুভকামনা।

#BLLSA
#BeUnited
#Largest National Legal Association.

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ