পরিমল চন্দ্র বসুনিয়া: লালমনিরহাট প্রতিনিধি
প্রধানমন্ত্রী’র প্রতিশ্রুতি তিনবিঘা এক্সপ্রেস টেন চালু’র দাবীতে লালমনিরহাটের হাতীবান্ধা রেল ষ্টেশনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ(২মার্চ)সোমবার সকালে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, হাতীবান্ধা প্রেসক্লাব সম্পাদক নুরল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট জেলা কমিটি’র সম্পাদক আসাদুজ্জামান সাজু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক রোকুনুজ্জামান সোহেল, সচেতন নাগরিক ফোরামের সদস্য সচিব এম এ হান্নান ও সাবেক ছাত্রলীগ নেতা রফিউল হোসেন সম্পদ ।