মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি :
করোনা আক্রান্ত তথ্যমন্ত্রী হাছান মাহমুদ’র সুস্থতা কামনায় রাঙ্গুনিয়া পৌরসভার আয়োজনে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রাঙ্গুনিয়া পৌরসভা মিলনায়তনে দোয়া মাহফিল শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, উপজেলা আওয়ামী লীগ নেতা মফজল আহাম্মদ , জসিম উদ্দিন তালুকদার, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ সেলিম, লোকমানুল হক তালুকদার, জালাল উদ্দিন, নুরুল আবছার জসিম, সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান খাঁন, ইয়াছমিন আক্তার, নূর জাহান বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, যুবলীগের আবু জাফর, ছাত্রলীগের ইউসুফ রাজু, মো. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের রুবেল দে, মো. সালাউদ্দিন, মো. আবছার, মো. সাইফুল, রফিকুল ইসলাম শিমুল, নাজমুল হাছান রণি, মো. মহিউদ্দিন, মো. মিনারসহ বিভিন্ন স্তরের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ । দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদের খতিব মাওলানা মো. রহমত উল্লাহ।