আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

কুড়িগ্রাম ভূরুঙ্গামারী উপজেলায় সদর ইউনিয়ন হারালো আরেকটি নক্ষত্র

 

আরিফুল ইসলাম
কুড়িগ্রাম ভূরুঙ্গামারী প্রতিনিধি :

শোক জানানোর ভাষা কোথায়?
এ যেন আরেক টি নক্ষত্রের পতন!!!
হে মহান অভিভাবক,,,,
বিনম্র শ্রদ্ধা আপনার তরে।
আজ ভোর আনুমানিক সাড়ে ছয়টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান তারিফুল ইসলাম ( বুলু শিকদার) বিশিষ্ট সমাজ সেবক, সনামধন্য
ও শিক্ষাপ্রাণ ব্যক্তিত্ব, মহোদয় চিরবিদায় নিলেন (ইন্না-লিল্লাহ,,,,
ওয়া,, রাজেউন)। তার মৃত্যু তে নিশ্চিত ভাবেই গোটা ভূরুঙ্গামারী ইউনিয়নে শোকের মাতম বইছে।সদ্য প্রয়াত তারিকুল ইসলাম বুলু শিকদার
মহোদয় একজন সৃষ্টি শীল চিন্তা চেতনার মহান অভিভাবক ছিলেন। আধুনিক ও ব্যবসা নির্ভর ইউনিয়ন
গঠনে তার অসামান্য অবদানের কথা সর্বজন স্বীকৃত।
আজ তিনি পিতামাতা, সহ আপনজন দের সাথে পারিবারিক কবর স্থানে চিরনিদ্রায় শায়িত হবেন বলে ধারণা করা হচ্ছে।
#কৃতি মানের মৃত্যু নাই,,,,
তিনি রইবেন সকল সৃষ্টি শীল কাজ কর্মে।
জীবদ্দশায় তিনি অসংখ্য মানুষের সেবায় কাজ করে গিয়েছেন।স্কুল,মাদ্রাসা,মসজিদ সহ অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করছেন। বিশেষত গোটা পরিবার পরিজন দের কে সুশিক্ষিত করার পাশাপাশি একইসাথে আগলে রাখতে সবসময়ই বিশেষ ভূমিকা পালন করছেন।তার মৃত্যু তে
জন্মস্থান ভূরুঙ্গামারী একজন সফল অভিভাবক কে
হারালো,,যা আর কোন কিছু তেই পূরণ হবার নয়।।
আমরা এই সব সৃষ্টি শীল মহান মানুষ দের কে যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে সচেষ্ট হই।
হে রহিম রহমান,,,
আমাদের পিতৃতুল্য অভিভাবকের সকল গুনাখাতা তুমি মাফ করে দাও,,,তাকে তুমি জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসেবে কবুল ও মঞ্জুর করো পরওয়ারদিগার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ