আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং

সুজানগরে মানব সেবায় রাবির ছাত্র রাব্বি

 

শেখ রেজাউল করিম রুবেল
সুজানগর উপজেলা প্রতিনিধি :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মেহেদী হাসান রাব্বি পাবনা জেলার সুজানগর উপজেলার খয়রান গ্রামের আব্দুল আওয়াল বিশ্বাসের একমাত্র ছেলে। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যায়নরত। করোনা মহামারি জন্য কাম্পাস বন্ধ থাকার জন্য তিনি তার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। এ সময় তিনি বিভিন্ন সামাজিক কাজ করার মাধ্যমে একটি মানব সেবার নজীর স্থাপন করছেন। তার কয়েকটি সামাজিক কাজের মধ্যে

১। তিনি করোনা ভাইরাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করছেন এবং অসচ্ছল মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য করছেন।
২। করোনার জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির কোচিং গুলো বর্তমানে বন্ধ থাকার জন্য গ্রাম অঞ্চলের মেধাবী শিক্ষার্থীরা অনেকে ভালো জায়গায় কোচিং করার সুযোগ পাচ্ছে না তিনি তাদেন জন্য বিনামূল্য কোচিং পরিচালনা করছেন। ৩। চলমান দেশের বিভিন্ন অসামাজিক কাজ বেড়ে গিয়েছে। এই অসামাজিক কাজের বিরুদ্ধে রাজপথে অবিচল রয়েছে এবং সমাজে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে যুক্ত হয়ে সামাজিক উন্নয়ন কর্যক্রম পরিচালনা করছেন।
এলাকাবাসিরা গর্বীত সুজানগরে কৃত সন্তান মেহেদী হাসান রাব্বি কে নিয়ে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ