আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ ইং

সিরাজগঞ্জে বিপুল পরিমান  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 

সিরাজগঞ্জ, প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) এর অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মো. শাহ্ জাহান (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃত মো. শাহ্ জাহান কক্সবাজার জেলার টেকনাফ থানার ঝিমং খালী গ্রামের মো. আবুর কাশেমের পুত্র।

বুধবার বিকাল ৩টার সময় এই তথ্য নিশ্চিত করে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, পুলিশ সুপার হাসিবুর আলম বিপিএম এর দিকনিদের্শনায় এসআই মো. নাজমুল হকসহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. শাহ্ জাহান (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এই বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ