আজ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং

লালমনিরহাটে হীরক জয়ন্তী উৎসব কাল

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধি

 

আগামীকাল(২৯ফেব্রুয়ারি)শনিবার লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শাখাতী উচ্চ বিদ্যালয়ের ৬০বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। শনিবার সকালে অনুষ্ঠানের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এম পি।

দিন ব্যাপী এ আয়োজন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে বিদ্যালয় প্রাঙ্গণ ।পূণর্মিলনীতে নতুন-পুরানো শিক্ষার্থীদের নিয়ে মিলন মেলাসহ থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ চন্দ্র অধিকারী জানান, বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৬০ বছর হওয়ার পর প্রথম হীরক জয়ন্তী পুণর্মিলনী উৎসব আয়োজন করা হয়েছে। জীবনের মূল্যবান অধ্যায় ছাত্রজীবন যার অনেকটা সময় আমরা এ বিদ্যালয়ে কাটিয়েছি। সময়ের স্রোতে আমরা এ বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে এসেছি। কিন্তু সেই স্মৃতি আমাদের মনে গেঁথে রয়েছে। তাই সেই মূল্যবান স্মৃতি চারনের উদ্দেশ্যে আমরা এ উৎসবের পালন করবো। এ অনুষ্ঠানকে সফল করতে সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেন তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ