বাগমারার হাটগাঙ্গোপাড়ায় ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ছাত্রলীগ।শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আউচপাড়া ইউনিয়নের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রেজাউল করিম এর নেতৃত্বে হাটগাঙ্গোপাড়া আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে গিয়ে প্রতিবাদ মিছিল শেষ হয়।মিছিল শেষে হাটগাঙ্গোপাড়া উচ্চবাদ্যালয়ে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে গৃহবধূকে শ্লীলতাহানি, ধর্ষণচেষ্টা ও নির্যাতন, লক্ষ্মীপুরের রামগতিতে বিধবা নারীকে গণধর্ষণ, ভোলার চরফ্যাশনে গৃহবধূকে ধর্ষণ, গোপালগঞ্জের কোটালিপাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ, সিলেটের এমসি কলেজ, খাগড়াছড়ি ও সাভারে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে, নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং এ সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান ছাত্রলীগ নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আকাশ,জাকারিয়া রহমান, সোহেল রানা,রায়হান আলী হাসিবুর রহমান,রিদয় মাহমুদ,সাগর হোসেন,আব্দুর রহিম,শিহাব উদ্দীন,হাবিবুর রহমান প্রমূখ।