আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ধর্ষণের প্রতিবাদ ও নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসান চেয়ে ‘হৃদয়ে গালা’ এর মানববন্ধন

 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিলেট এম সি কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে চলমান ধর্ষণের ঘটনায় সম্পৃক্তদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসান চেয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে শাহজাদপুরের অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘হৃদয়ে গালা’ এর সদস্যরা। এসময় তাদের হাতে ধর্ষণ বিরোধী স্লোগান, অভিযুক্তদের শাস্তি ও নারী নির্যাতন বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

আজ শুক্রবার (০৯ অক্টোবর) বিকেল ৫টায় শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল যমুনা তীরবর্তী ভেড়াখোলা স্লইচগেইট সংলগ্ন অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন ‘হৃদয়ে গালা’ এর আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘হৃদয়ে গালা’ এর আহ্বায়ক রেজাউল করিম সুইটের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোঃ ফিরোজ আলীর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ‘হৃদয়ে গালা’ এর যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, শিক্ষানুরাগী আব্দুল মান্নান, পোতাজিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুম রানা প্রমুখ। এসময় বক্তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করায় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং সারাদেশে ধর্ষণ ও নারীর প্রতি সংহিতার স্থায়ী অবসান দাবী করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ