মোঃ ইসহাক
গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত।
বুধবার (০৭ অক্টোবর) অনুমানিক রাত দশটার দিকে গোদাগাড়ী উপজেলাধীন সুইচ গেট এলাকার রাজশাহী-চাপাই নবাবগঞ্জ মহা সড়কে দূর্ঘটনাটি সংঘঠিত হয়।
আশংকাজনক অবস্থায় ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শষ্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন।
নিহত মোটরসাইকেল আরোহী চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার উনুপনগর গ্রামের সুকুদ্দিনের ছেলে কুতুবুল হক(২৮) বলে জানা যায়।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম বলেন, বুধবার অনুমানিক ১০টার দিকে উপজেলার সুইচগেট এলাকায় মোটরসাইকেলটিকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয় পালিয়ে যায়। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে এবং এই বিষয় যথাযথ ব্যবস্থা নেয়া হবে।