আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

ধর্ষণ’র বিরুদ্ধে পাবনা স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

পাবনা,প্রতিনিধি :

দেশব্যাপী সংঘটিত যৌন হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে এবং ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী ছাত্র সমাবেশ করেছে পাবনার তৃণমূল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের সংগঠন পাবনা স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন।

শনিবার (৩ অক্টোবর- ২০২০) সকাল ১০ টায় সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে যাত্রা শুরু করে বিক্ষোভ মিছিল টি পাবনা শহরের প্রাণকেন্দ্র আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে ট্রাফিক মোড় চত্বরে এসে ছাত্র সমাবেশ এ রূপ নেয়। এরপর সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শ্রী জীবন কুমার সরকার’র সঞ্চালনায় ও প্রতিষ্ঠাতা এম এইচ অনিক এর সভাপতিত্বে ছাত্র সমাবেশ এ বক্তব্য রাখেন সদস্য স্মরণী আক্তার বর্ষা, আবির মোহাম্মদ জাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছাত্র নেতারা ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড সহ ধর্ষণের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইবুনাল স্থাপনের জোর দাবি জানান। পাবনা স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন এর এই দাবিকে সাধুবাদ জানিয়ে পাবনার বিভিন্ন সংগঠন এর নেতৃবৃন্দ সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে উক্ত আন্দোলনে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ