আব্দুর রফিক,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ধানক্ষেত থেকে বাদশা মিয়া (৪৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে চালককে হত্যা করে অটো ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
সোমবার ( ২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাশানকুড়ার পাড় এলাকায় ধানক্ষেত থেকে মৃত যুবককে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, খবর পেয়ে এসআই মিজান, এসআই মশিউরসহ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। মরদেহ উদ্ধার করে পোস্ট মের্টমের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো মামলা করা হয় নাই।
নিহত যুবক কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ডাকুয়াপাড়া গ্রামের ওসমান আলীর পূত্র। পরিবারের লোকজন জানিয়েছে, রোববার সকালে বাড়ি থেকে অটো নিয়ে বের হওয়ার পর তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে খবর পেয়ে স্বজনরা নিহত বাদশা মিয়ার লাশ সনাক্ত করে।